• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পর্ন সাইটে নিজের ভিডিও দেখে বিপাকে অভিনেত্রী


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৫, ০৪:০৬ পিএম
পর্ন সাইটে নিজের ভিডিও দেখে বিপাকে অভিনেত্রী

ফাইল ছবি

বড় পর্দায় সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী। পরে মুম্বাইয়ের ধারাবাহিক ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ তাঁকে পরিচিতি এনে দেয়। বিশেষ করে ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর তিনি ব্যাপক আলোচনা ও বিতর্কে পড়েন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ত্রিধা জানান, কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি চরিত্রের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য করতে সম্মত হন, এর পেছনে থাকে অনেক প্রস্তুতি ও নিবেদন। তিনি বলেন, ‘আশ্রম’-এ তাঁর চরিত্রটি ছিল যৌনকর্মী, ফলে পর্দায় অন্তরঙ্গতার উপস্থিতি স্বাভাবিকভাবেই এসেছে। তবে এসব দৃশ্য তিনি উপভোগ করেন না, এটিকে কাজের অংশ হিসেবেই দেখেন।

ত্রিধার মতে, শুটিং শেষে এসব দৃশ্য পর্ন সাইটে ছড়িয়ে পড়লে সেটি অত্যন্ত দুঃখজনক। প্রডাকশন টিমের দায়িত্ব থাকে এমন দৃশ্য যেন অবৈধভাবে ব্যবহৃত না হয়। কোনো কারণে ছড়িয়ে পড়লে দ্রুত তা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও নিজের উদ্বেগ জানান এই অভিনেত্রী। তিনি বলেন, এখন সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস বা শর্ট ভিডিও হিসেবে ছড়িয়ে পড়ে। এতে অভিনেত্রীদের কাজ আরও কঠিন হয়ে গেছে। দর্শকরা প্রায়ই ভুলে যান যে পর্দায় দেখা চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের ব্যক্তির মিল নেই।

‘আশ্রম’-এর শুটিংয়ের সময় তিনি বেশ নার্ভাস ছিলেন বলেও জানান ত্রিধা। তবে ববি দেওলসহ সহশিল্পীরা তাঁকে স্বস্তি দিয়েছেন। পরিচালক প্রকাশ ঝাও শুটিংয়ের পুরো প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখেন। সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতা থাকলেই একজন শিল্পীর আত্মবিশ্বাস বাড়ে—এমনটাই মনে করেন ত্রিধা চৌধুরী।

Wordbridge School
Link copied!