• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুরোপুরি ভালো না হলেও সহনীয় ঢাকার বাতাস


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২০, ২০২৫, ১০:৩২ এএম
পুরোপুরি ভালো না হলেও সহনীয় ঢাকার বাতাস

ঢাকা : আষাঢ় পেরিয়ে শ্রাবণ। বর্ষার এই ভরা মৌসুমেও পুরোপুরি ভালো অবস্থানে ফিরতে পারেনি ঢাকার বাতাস। পুরোপুরি ভালো না হলেও ঢাকার বাতাস রয়েছে সহনীয় পর্যায়ে।

রোববার (২০ জুলাই) সকালের দিকে বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

আইকিউ এয়ার জানায়, রোববার ১০টা ১৭ মিনিটে ঢাকার বায়ুর মান ৬৩ স্কোর নিয়ে বিশ্বে দূষণের শীর্ষ ২৮তম স্থানে অবস্থান করছে। 

একই সময়ে বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। শহরটি ১৭৯ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে উঠে আসে। ১৭০ স্কোর নিয়ে কঙ্গোর কিংশাসার বাতাস দ্বিতীয়,মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৫৭ স্কোর নিয়ে তৃতীয়, চিলিল সান্তিয়াগো ১৫২ স্কোর নিয়ে চতুর্থ এবং আরব আমিরাতের দুবাই শহর ১১৭ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় পঞ্চম স্থানে উঠেছে।

এছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ১০৮ স্কোর নিয়ে ষষ্ঠ, ব্রাজিলের সাও পাওলো ১০৬ স্কোর নিয়ে সপ্তম, পাকিস্তানের লাহোর ১০৫ স্কোর নিয়ে অষ্টম, মিশরের কায়রো ১০১ স্কোর নিয়ে নবম এবং ইন্দোনেশিয়ার বাটাম শহর ৮৮ স্কোর নিয়ে বিশ্বে বায়ু দূষণের দশম স্থানে অবস্থান করছে।

তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

পিএস

Wordbridge School
Link copied!