• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তে ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২০, ১১:৪৮ এএম
করোনা শনাক্তে ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু

ফাইল ছবি

ঢাকা: মন্ত্রণালয়ের অনুমোদনের আড়াই মাস পর নতুন করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রথমিকভাবে ১০ জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ে করোনাভাইরাসের রোগী শনাক্তের জন্যই এই অ্যাটিজেন টেস্টের ব্যবস্থা করা হল। এর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘অ্যান্টিজেন পরীক্ষা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করা হবে। অ্যান্টিজেন পরীক্ষায় কোনো ব্যক্তির যদি নেগেটিভ ফলাফল আসে, তাহলে তাকে আবার আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।’

গত মার্চে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর অদ্যাবধি শুধু আরটি-পিসিআর টেস্টই চলে আসছিল। তবে পরীক্ষায় গতি আনতে অ্যান্টিজেন টেস্ট শুরুর ওপর জোর দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয় সরকার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!