• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টিকা নিবন্ধনের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২১, ০১:২৭ পিএম
টিকা নিবন্ধনের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়সসীমা কমিয়েছে সরকার। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

টিকা নিবন্ধনের ওয়েবসাইট থেকে।

তিনি বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!