• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি স্ট্রোক ক্যাম্প


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২১, ০৫:৩০ পিএম
ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি স্ট্রোক ক্যাম্প

ছবি : ফ্রি স্ট্রোকক্যাম্প

ঢাকা: বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক- আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) আয়োজন করেছে ‘ফ্রি স্ট্রোক ক্যাম্প’। শুক্রবার (২৯ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ফ্রি স্ট্রোক ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

এ ক্যাম্পে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসার পরামর্শ দেবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারীর অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এহসান মাহ্মুদ।

আরও থাকবেন ব্রেইন, নার্ভ এন্ড স্পাইন সার্জন ডা. খালেদ আহমেদুর রহমান; ব্রেইন, নার্ভ, পাইন (মেরুদন্ড) বিশেষজ্ঞ ও সার্জন লে. কর্নেল ডা. মো. আব্দুল হাই মানিক; স্ট্রোকপ্যারালাইসিস ও বাত-ব্যাথা রোগবিশেষজ্ঞ  ডা. লে. কর্ণেল গোলাম; কাওনাইন, নিউরোসার্জন এন্ড নিউরোএন্ডো ভাসকুলার সার্জন ডা. মো. মোতাশিমুল হাসান (শিপলু) ও ফিজিওথেরাপি বিভাগের কনসালটেন্ট  মো. আলতাব হোসেন।

স্ট্রোক ক্যাম্পের বিনামূল্যে নিবন্ধনের জন্য ফোন করা যাবে- ০৯৬০৬ ১১১ ২২২, ০১৮৪১৪৮০০০০, ১০৬৬৭। 

উল্লেখ্য, ক্যাম্পে আসা রোগীদের সকল পরীক্ষায় থাকছে ৩৫% ছাড়!

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!