• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসপাতালে ভর্তি ৪৭০২ জন

একসপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ২২ জনের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৫, ০৫:১৬ পিএম
একসপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ২২ জনের

ছবি : সংগৃহীত

ঢাকা : দিন দিন বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। যদিও গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জন প্রাণ হারিয়েছেন। আর এই এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৭০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একজন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন।

রোববার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।

মঙ্গলবার : সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন।

বুধবার : মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন।

বৃহস্পতিবার : বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন।

শুক্রবার : বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন।

পিএস

Wordbridge School
Link copied!