• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভয়ঙ্কর ডেঙ্গুতে মৃত্যু আরও পাঁচজনের, দায় কার!


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৫, ০৫:৩৫ পিএম
ভয়ঙ্কর ডেঙ্গুতে মৃত্যু আরও পাঁচজনের, দায় কার!

ফাইল ছবি

ঢাকা: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু যেন নিয়মিত সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রোগটিতে প্রতিদিনই কারো না কারো মৃত্যু হচ্ছে। অথচ রোগটি প্রতিরোধে সম্পূর্ণ বিপরীত অবস্থানে দেখা যাচ্ছে সরকারকে।

আগের বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারকে কিছুটা পদক্ষেপ নিতে দেখা গেলেও চলতি বছর চোখে না পড়ার মতো অবস্থায় দিন অতিবাহিত হচ্ছে। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায়। সিটি কর্পোরেশন এলাকায় মশা বাড়তে সংস্থাটির কর্মীদের আগে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশন ছিটাতে দেখা গিয়েছে। এখন অনেকটাই  নাই বললেই চলে। অর্থাৎ সরকারকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে উদাসীন অবস্থায় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুইই বাড়েছে। এমন পরিস্থিতিতে নগরবাসীর প্রশ্ন এই দায় কার? সরকারের নাকি আমাদের।

মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৭।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১০৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!