• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে চলতি বছরের প্রথম মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৬, ০৬:২০ পিএম
ডেঙ্গুতে চলতি বছরের প্রথম মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে সাতজন ঢাকা সিটির, বাকিরা ঢাকার বাইরের। 

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১০ জন। এরমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ৪১১ জন। মারা গেছেন একজন।

এর আগে, গত বছর (২০২৫) সারাদেশে ডেঙ্গু মোট আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পিএস

Wordbridge School
Link copied!