• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় নিহত ৩৫


নিউজ ডেস্ক জুলাই ২০, ২০২১, ১০:১৪ এএম
ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় নিহত ৩৫

ঢাকা: ইরাকের বাগদাদে সোমবার ঈদের কেনাকাটার সময় একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন।  এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। খবর রয়টার্স।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!