• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মৃত্যুর মুখেও তালেবানদের নিয়ে আফগান কমেডিয়ানের কৌতুক


নিউজ ডেস্ক: জুলাই ৩০, ২০২১, ০৯:১৮ পিএম
মৃত্যুর মুখেও তালেবানদের নিয়ে আফগান কমেডিয়ানের কৌতুক

ঢাকা: আফগানিস্তানের বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে হত্যা করার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে তালেবান।

ওই ভিডিওতে দেখা যায় নজর মুহাম্মদকে অস্ত্রের মুখে গাড়িতে তুলেছেন দুজন। গাড়িতে বসেও তিনি তালেবানদের নিয়ে কৌতুক করছিলেন। এ সময় পাশ থেকে বন্দুক হাতে এক ব্যক্তি তার গালে চড় মারেন।

তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গাড়িতে নজরের সাথে থাকা ওই দুই ব্যক্তিকে তালেবানের সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

গত সপ্তাহে বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে কান্দাহারের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করেছিল তার পরিবার। তবে তালেবান সে সময় এ অভিযোগ অস্বীকার করে।

কিন্তু নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় তালেবান।

তালেবানের মুখপাত্র জানিয়েছেন, নজর মুহাম্মদকে ধরার সময় ভিডিওতে থাকা ওই দুই সদস্যকে তালেবানের নিজস্ব আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!