• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করেনাার টিকার সার্টিফিকেটে মোদির ছবি নিয়ে মামলা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২০, ২০২১, ০৩:২৩ পিএম
করেনাার টিকার সার্টিফিকেটে মোদির ছবি নিয়ে মামলা

ঢাকা : ভারতে করোনাভাইরাসের টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে। এনিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল কেরালা হাইকোর্ট।

সম্প্রতি কেরালা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন পিটার মায়ালিপরমপিল। তার প্রশ্ন ছিল, কেন করোনার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি থাকবে? সেই মামলার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে কেরালা হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে হবে।

ভারতে করোনার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিতর্ক আরো জোরদার হলো। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করেছিল। তবে তখন মোদির ছবি সরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ছবি বসিয়েছিলেন প্রসংশাপত্রে। এ নিয়ে রাজনৈতিক স্তরে একাধিকবার বিতর্ক হয়েছে।

কংগ্রেস প্রশ্ন তুলেছে, করোনা সার্টিফিকেটে কেন মোদির ছবি থাকবে? রাজ্যসভাতেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে স্বাস্থ্যমন্ত্রী অন রেকর্ড জানিয়েছেন, মোদি নয়, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে সার্টিফিকেটে। সঙ্গে টিকা নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। জনস্বার্থেই এই প্রচার করা হয়েছে।

কেরালা আদালতে যে ব্যক্তি মামলাটি করেছেন, তিনি বেশ কিছু দেশের টিকার সার্টিফিকেট জমা দিয়েছেন। যার মধ্যে জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সার্টিফিকেটও আছে। তার বক্তব্য, কোনো দেশেই টিকার সার্টিফিকেটে কারো ছবি ব্যবহার করা হয়নি। ভারতে এ কাজ করে আসলে ‘ওয়ান ম্যান শো’ তৈরির চেষ্টা করেছেন মোদি। যেন তিনি একাই করোনার বিরুদ্ধে লড়াই করছেন।

এটি সংকীর্ণ রাজনৈতিক প্রচার বলে উল্লেখ করা হয়েছে ওই মামলায়। ওই ব্যক্তির বক্তব্য, সাধারণ মানুষের করের অর্থে সরকারকে এ কাজ করার অনুমতি কে দিয়েছে?

প্রথমদিন শুনানি শোনার পরেই কেরালা হাইকোর্ট নোটিস পাঠায় কেন্দ্রকে। এদিকে এই মামলা সামনে আসার পরেই কেন্দ্রের কাছে তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন করেছে বেশ কয়েকটি সংবাদসংস্থা। সেখানে কেন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছে, কার নির্দেশে ওই ছবি ছাপা হয়েছে। বিভিন্ন রাজ্যে নির্বাচন চলার সময়েও কি ওই ছবি ছাপা হয়েছে?

কেন্দ্রের উত্তরে জনস্বার্থের বিষয়টিকেই সামনে রাখা হয়েছে। তবে নির্দিষ্ট করে কার নির্দেশে এ কাজ হয়েছে তা উল্লেখ করা হয়নি। কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন রাজ্যে নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি মেনে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেয়া হয়েছিল। যদিও বিরোধীদের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশে কোনও কোনও রাজ্যে ছবি সরানো হয়েছিল। সূত্র : ডয়চে ভেলে

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!