• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে আইন পাস


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৩, ২০২১, ০২:৩৬ পিএম
শিক্ষার্থীদের হোমওয়ার্কের চাপ কমাতে চীনে আইন পাস

ঢাকা : চীনের নতুন শিক্ষা আইনে শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সদ্য পাস হওয়া আইনে শিক্ষার্থীদের বাড়ির কাজের যে দ্বিগুণ চাপ, তা কমানোর কথা বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে শনিবার (২৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তরুণ সমাজকে অনলাইন গেম আসক্তি এবং ইন্টারনেট ভিত্তিক সেলেব্রিটিদের প্রতি অন্ধভক্তি কমাতে এ বছর চীন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

শিশুরা ‘খুব বাজে আচরণ’ করলে কিংবা অপরাধে জড়ালে অভিভাবকদের শাস্তির বিধান রেখে আইন করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে গত সোমবার জানিয়েছে চীনের পার্লামেন্ট।

নতুন শিক্ষা আইনে, স্থানীয় সরকার কর্তৃপক্ষকে শিশুদের পড়াশোনার চাপ কমিয়ে পর্যাপ্ত শরীরচর্চা ও অবসরের ব্যবস্থা করার বিষয়টি দেখভাল করতে বলা হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট আসক্তি কমানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

তবে, নতুন আইনের পুরো কপি এখনও প্রকাশ করা হয়নি।

সম্প্রতি শিশুদের অনলাইন গেম খেলার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে সপ্তাহের তিন দিন শুক্র, শনি ও রোববার মাত্র এক ঘণ্টা করে অনলাইন গেম খেলতে পারে চীনের শিশুরা।

এবার শিশুদের বাড়ির কাজ এবং স্কুলপরবর্তী পড়াশোনার চাপ কমানোর বিধান আনল চীন সরকার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!