• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক মে ২৭, ২০২২, ০৬:০৪ পিএম
ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

ঢাকা : ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি সামরিক স্থাপনায় রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) ভোরে দিনিপ্রোতে ওই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমকে জাতীয় রক্ষী বাহিনীর আঞ্চলিক প্রধান গেনাডি কোরবান বলেছেন, একটি জাতীয় রক্ষী প্রশিক্ষণ কেন্দ্র শুক্রবার সকালে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে ১০ জন নিহত ও ৩০/৩৫ জন আহত হয়েছেন। 

এর আগে ইউক্রেনের একটি নামহীন ‘সামরিক লক্ষ্যবন্তুতে’ রাশিয়ার কৌশলগত ইস্কান্দার-কে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণার পর ইউক্রেনের শহর, গোলাবারুদ ডিপো এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুরতে হামলার জন্য স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে রাশিয়া।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!