ঢাকা: ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার।
তেল আবিব থেকে আল-জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।
বেইলিন আরও বলেন, ‘দিনের বেলায় হামলা হয়েছে। সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে।’
ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের (ইরান থেকে উড়ে আসা) একাংশ অকার্যকর করেছে। কিন্তু এরপরও এটা নিশ্চিত যে, ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে।
খবর আল-জাজিরার।
এআর







































