• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডায়বেটিসসহ বেশ কিছু রোগ থাকলে যুক্তরাষ্ট্র ভিসা নাও দিতে পারে


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৭, ২০২৫, ১১:১২ পিএম
ডায়বেটিসসহ বেশ কিছু রোগ থাকলে যুক্তরাষ্ট্র ভিসা নাও দিতে পারে

ডায়বেটিসসহ কিছু জটিল রোগ থাকলে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে। দেশটির এক নতুন সরকারি নির্দেশনায় এমন ইঙ্গিত পাওয়া গেছে।

ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র সরকার ভিসা আবেদনকারীর স্বাস্থ্যঝুঁকি এখন থেকে আরও কঠোরভাবে যাচাই করবে। কারণ, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নিলে সরকারি ব্যয় বেড়ে যায়। এই খরচ কমাতেই এমন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীর স্বাস্থ্য অবস্থা এখন থেকে মূল মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। বিশেষ করে হৃদরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা, ক্যানসার, ডায়বেটিস, মেটাবলিক বা বিপাকজনিত রোগ, স্নায়বিক জটিলতা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা– এই রোগগুলোর বিষয়ে দূতাবাসগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের খরচে চিকিৎসা ব্যয় বহন করতে পারবেন কি না, সেটিও যাচাই করবে দূতাবাসগুলো।

এর আগে ভিসা যাচাই প্রক্রিয়ায় সংক্রামক রোগ পরীক্ষা, টিকার ইতিহাস পর্যালোচনা ও মানসিক অসুস্থতা যাচাই বাধ্যতামূলক ছিল। তবে নতুন নির্দেশনায় এই তালিকায় আরও কিছু অ-সংক্রামক রোগ যুক্ত করা হয়েছে, যা এখন থেকে ভিসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য হবে।

এম

Wordbridge School
Link copied!