• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওয়ার্ক ভিসা নিয়ে সুখবর দিল ইতালি 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ০৩:১৪ পিএম
ওয়ার্ক ভিসা নিয়ে সুখবর দিল ইতালি 

ফাইল ছবি

ইতালির ওয়ার্ক ভিসা আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সোমবার এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের ওয়ার্ক নুলাওস্তাধারী আবেদনকারীরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের কাছে ২০২৫ সালে ইস্যু করা বা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা নুলাওস্তা আছে, তাদের নির্দিষ্ট ভিএফএস গ্লোবাল ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ইতালিতে নিয়োগকর্তা সরবরাহ করা নুলাওস্তার কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের কয়েক দিনের মধ্যেই আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হবে।

যাদের কাছে ২০২৩ বা ২০২৪ সালের নুলাওস্তা আছে, তাদের ইতালির ইমিগ্রেশন অফিস কর্তৃক নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাচাই শেষ হলেই ভিএফএস গ্লোবাল সংশ্লিষ্ট আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ওয়ার্ক ভিসা প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দূর করতে এবং আবেদনকারীদের সঠিক তথ্য নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে দূতাবাস।

এসএইচ 

Wordbridge School
Link copied!