• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরও বাড়ল স্বর্ণের দাম, জানা গেল রহস্য


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:১৭ পিএম
আরও বাড়ল স্বর্ণের দাম, জানা গেল রহস্য

ছবি : সংগৃহীত

ঢাকা: বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশা আর নীতিনির্ধারকদের বৈঠক শুরুর শিথিলতার কারণে বিশ্ববাজার স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩৬% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৩.৬৫ ডলার হয়েছে। আর ফেব্রুয়ারি ডেলিভারি যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৪% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩২.৯ হয়েছে।

“চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে আকর্ষণ বাড়াচ্ছে এবং সুদের হার কমানোর জন্য রাজনৈতিক চাপে থাকা ফেডের নরম অবস্থান বিবেচনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী,” বলেন অ্যাকটিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্টা।

এভানজেলিস্টা আরও বলেন, ফেড যদি নরম নীতির প্রত্যাশা নিশ্চিত করে, তাহলে স্বর্ণের দাম শিগগিরই ৪ হাজার ৩০০ ডলার স্পর্শ করতে পারে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য দেখায় যে, যুক্তরাষ্ট্রের পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) প্রাইস ইনডেক্স—যা ফেডের পছন্দের মুদ্রাস্ফীতি সূচক—প্রত্যাশার সঙ্গে মিলেছে এবং ডিসেম্বর মাসে ভোক্তা আস্থাও বেড়েছে।

নভেম্বরে বেসরকারি খাতে চাকরির সংখ্যা আড়াই বছরের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে, তবে ২৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বেকার ভাতা দাবির সংখ্যা তিন বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

এদিকে, রূপার দাম ০.৭৪% বেড়ে প্রতি আউন্স ৫৮.৫৬ ডলার হয়েছে। গত শুক্রবার রুপা ৫৯.৩২ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, যা বিশ্লেষকেরা সীমিত সরবরাহ, কমে যাওয়া মজুদ, সহায়ক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ফেডের সম্ভাব্য হার কমানোর প্রত্যাশার ফল বলে মনে করছেন।

"বছরের শেষ নাগাদ রুপার দাম ৫৫ থেকে ৬০ ডলারের বিস্তৃত সীমায় একীভূত হতে পারে, যা নির্ভর করবে আর্থিক নীতি প্রত্যাশা কীভাবে বদলায় তার ওপর," বলেন এক্সনেসের সিনিয়র ফিনান্সিয়াল মার্কেট স্ট্র্যাটেজিস্ট ড্যাট টং।

প্লাটিনাম ০.০৭% বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৪৩.৪৩ ডলার এবং প্যালাডিয়াম ০.৪% বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৭১.০৬ হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!