• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পতন, ব্যবহারকারীদের জন্য সুখবর


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৭, ২০২৬, ০৭:১৯ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পতন, ব্যবহারকারীদের জন্য সুখবর

ফাইল ছবি

ঢাকা: বেশ কয়েক মাস ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় স্বর্ণের দাম কমেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের  দাম  ১% কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫২.৯৭ ডলারে নেমেছে। তবে দিনের শুরুতে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় অর্থাৎ ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল।

এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারস ০.৭% কমে ৪ হাজার ৪৬২.৭০ ডলারে দাঁড়িয়েছে।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, “মূল প্রবণতা এখনও সহায়ক রয়েছে, তবে স্বল্পমেয়াদে গত কয়েক মাসের উল্লেখযোগ্য র‍্যালির পর কিছু বিনিয়োগকারী লাভ তুলে নিচ্ছেন। তাছাড়া ডলার সামান্য ঘুরে দাঁড়িয়েছে, যা সোনার চাহিদা কিছুটা কমাচ্ছে।”

মার্কিন ডলার দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরের কাছাকাছি অবস্থান করছিল, ফলে গ্রিনব্যাকে মূল্য নির্ধারিত ধাতুগুলো অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

এদিকে ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান মঙ্গলবার বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে আক্রমণাত্মকভাবে সুদের হার কমানো প্রয়োজন। অন্যদিকে রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন বলেন, সুদের হারের পরিবর্তন আসা তথ্যের সঙ্গে “সূক্ষ্মভাবে সামঞ্জস্য” রাখতে হবে।

বাজারগুলো এ বছর দুই দফা সুদ কমানোর মূল্যায়ন করছে। বিনিয়োগকারীরা দিনটির শেষ দিকে প্রকাশিত হতে যাওয়া এডিপি কর্মসংস্থান তথ্য এবং শুক্রবারের মার্কিন নন-ফার্ম পেরোলস ডেটার দিকে নজর রাখছেন, যাতে মুদ্রানীতির বিষয়ে আরও ইঙ্গিত পাওয়া যায়।

সুদের আয় না দেওয়া সম্পদ যেমন স্বর্ণ সাধারণত কম সুদের পরিবেশে এবং ভূরাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে ভালো পারফর্ম করে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট মার্কেটে রুপার দাম ২.৫% কমে প্রতি আউন্স ৭৯.২৬ ডলারে নেমেছে। 

স্পট মার্কেটে প্লাটিনাম ৪.৮% কমে প্রতি আউন্স ২  হাজার ৩২৭.৬২ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়াম ৪.১% কমে প্রতি আউন্স ১ হাজার ৭৪৭.৫৪ ডলারে লেনদেন হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!