ঢাকা: ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েক বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের জন্য অনুমোদিত বিক্রির মধ্যে রয়েছে ৩.৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার। এছাড়া ১.৮ বিলিয়ন ডলারের হালকা কৌশলগত যানবাহনও বিক্রি করা হবে।
পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিকে শক্তিশালী ও প্রস্তুত রাখাটা আমাদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে সৌদি আরবের কাছে ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য ৯ বিলিয়ন ডলারের চুক্তি অনুমোদন করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে ব্যবহার হবে।
গত বছর ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। এ কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সৌদি আরব ইরানের ওপর সরাসরি আক্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে, যাতে অঞ্চলীয় অস্থিতিশীলতা এবং ব্যবসায়িক পরিবেশে নেতিবাচক প্রভাব না পড়ে।
এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাসের ২০২৩ সালের আক্রমণের পর ইসরায়েলি প্রতিশোধমূলক অভিযানে গাজায় কমপক্ষে ৭১,৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এসআই







































