• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এসএসসি পাসেই চাকরি দিবে নৌবাহিনী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:৫১ পিএম
এসএসসি পাসেই চাকরি দিবে নৌবাহিনী

ঢাকা : নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর ২০২৪-এর ব্যাচে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ), রাইটার, স্টোর ও টোপাস শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : ডিই বা ইউসি পদে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।  আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।

মেডিকেল শাখায় নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস করতে হবে।

প্যাট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ) ও টোপাস পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাইটার ও স্টোর পদে পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) পদের জন্য কমপক্ষে জিপিএ-৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে।

কুক ও স্টুয়ার্ড পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-২.৫০ নিয়ে এসএসসি বা সমমান পাস এবং টোপাস পদের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

শারীরিক যোগ্যতা : সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, প্যাট্রোলম্যান পদে আবেদনের জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য পদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারী পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।

এছাড়া আগ্রহী প্রার্থীদের বাংলাদেশি পুরুষ নাগরিক ও অবিবাহিত হতে হবে। প্রার্থীর সাঁতার জানা আবশ্যক। ১ জানুয়ারি ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিক পদের জন্য বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এমওডিসি (নৌ) পদের জন্য বয়স ১৭ থেকে ২২ বছর।

আবেদন করার নিয়ম ও ফি : আগ্রহী প্রার্থীদের নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে সেইলর সেকশন/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করতে হবে।

এরপর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, টিএপি, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : আগামী ১২ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

এমটিআই

Wordbridge School
Link copied!