• ঢাকা
  • শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

ব্র্যাকে জনবল নিয়োগ, কর্মস্থল কক্সবাজার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১২:৩৫ পিএম
ব্র্যাকে জনবল নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটিতে সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট (এসএমএস) বিভাগে ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ব্র্যাক।

বিভাগ: সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট (এসএমএস)।

পদ: ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্য ব্যবস্থাপনা, পরিসংখ্যান, এমআইএস বা অন্যান্য বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর।

অতিরিক্ত যোগ্যতা: সমন্বয়, নিরীক্ষণ, প্রতিবেদন লেখা, উপস্থাপনা প্রস্তুতি এবং সুরক্ষা সম্পর্কে জ্ঞান।

কাজের ধরন: ডাটা এন্ট্রি, স্টোরেজ এবং ডাটা বিশ্লেষণ কৌশলসহ তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করা। জরিপ, চাহিদা মূল্যায়ন, পরিষেবা ম্যাপিং এবং অন্যান্য প্রয়োজনীয় গবেষণা প্রক্রিয়াসহ ডাটা সংগ্রহ। সমন্বয় মিটিং এবং যেকোনো মিটিংয়ে অংশগ্রহণ করা, নোট নেয়া ও চূড়ান্ত সম্পাদনা ও প্রচারের জন্য সাইট ম্যানেজারদের কাছে ফরওয়ার্ড করা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য-জীবন বীমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তি ভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: কমপক্ষে ১৮ বছর

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৩

এমটিআই

Wordbridge School
Link copied!