• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্লাক কফিতে নারকেল তেল মেশালে কি আসলেই ওজন কমে?


লাইফস্টাইল ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:৩৬ পিএম
ব্লাক কফিতে নারকেল তেল মেশালে কি আসলেই ওজন কমে?

ঢাকা: ওজন কমাতে ব্ল্যাক কফি অনেকেই খান। কিন্তু তাতে যদি কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে দেওয়া যায়, তাহলে কি উপকার বেশি হবে? নারকেল তেল মিশিয়ে কফি খেলে মেদ কমবে, এ বিষয়ে নানা মুনির নানা মত। তবে কয়েকটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র জানাচ্ছে, কফি যদি পরিমিত মাত্রায় খাওয়া যায়, তাহলে ক্যাফেইন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে। নারকেল তেল মেশালে ক্ষতি কিছু হবে না।

‘প্র্যাকটিক্যাল নিউরোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের তথ্যানুযায়ী, কফিতে নারকেল তেল মেশালে তা কিটোন যৌগে বদলে যায়। এই কিটোন মস্তিষ্কে শক্তি সরবরাহ করে। তাই কালো কফিতে কয়েক ফোঁটা নারকেল তেল মেশালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

২০২০ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব মলিকিউলার সায়েন্সেস’ জার্নালে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে গবেষকেরা দাবি করেন, নারকেল তেলে লরিক এসিড রয়েছে, যার অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ আছে। লরিক এসিড অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলোকে সক্রিয় করে তোলে। ফলে হজমপ্রক্রিয়া ভালো হয় এবং গ্যাস-অম্বলের সমস্যা কমে।

গবেষণায় আরো দেখা গেছে, সকালে এই কফি খেলে রক্তে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। বিএমআই কম হয়। ফলে মেদও কমে।
 
শুধু ওজন কমাতে নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ উপকারী এই কফি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু-এর মতো সংক্রমণজনিত রোগের প্রকোপ কমাতে এই কফি খাওয়া উপকারী বলেই মনে করছেন গবেষকেরা।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল ইনভেনশন’ জার্নালে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা দাবি করেছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা নিতে পারে এই কফি। তবে তা পরিমিতই খেতে হবে এবং অবশ্যই শরীর বুঝে।

কিভাবে বানাবেন:

ব্লেন্ডার কাপে কফি ঢালুন। এর মধ্যে এক চামচ নারকেল তেল মেশান। ভালো করে ব্লেন্ড করলে দেখবেন, ক্রিমযুক্ত কফি তৈরি হয়ে যাবে।
 
তবে সবার শরীর এক নয়। তাই নারকেল তেল মেশানো কফি কারো সহ্য হবে, কারো হবে না। তাই খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তারপর খাবেন।

ইউআর

Wordbridge School
Link copied!