• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা...


লাইফস্টাইল ডেস্ক এপ্রিল ৮, ২০১৯, ০৮:৫৩ পিএম
সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা...

ছবি সংগৃহীত

ঢাকা: নিজেই নিজের ছবি তোলাকেই সেলফি বলে এটিই মোটা দাগের সংজ্ঞা। আকাশ, পাহাড়-পর্বত, নদী, সাগর প্রকৃতির ছবি তোলা তো খুবই মননশীল কাজ এবং এটি একটি আর্ট এবং শিল্প। কিন্তু নিজে নিজের ছবি তোলা বা তুলতে থাকা এবং সামাজিক মিডিয়াতে দিতে থাকা এটি কী ধরনের শিল্প। এটা আসলে শিল্প বা মনন নয় এটি এক প্রকার রোগ। এই সেলফি তুলতে গিয়ে গত এক যুগে পৃথিবীতে বহু মানুষ দুর্ঘটনায় মারা গেছে, সেলফি তুলতে তুলতে এক সময় আত্মহত্যা করেছে কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটি যেভাবে সংক্রমিত হচ্ছে মানুষের মধ্যে যেটি বিপজ্জনক সামাজিক বিশৃঙ্খলার রূপ নিচ্ছে।

ইদানীং সেলফি তোলা নিয়ে উন্মাদনা এমন পর্যায়ে চলে গিয়েছে যে, মনোবিজ্ঞানীরা কোনও কোনও ক্ষেত্রে একে ‘মানসিক ব্যাধি’ বলেও ব্যাখ্যা করেছেন। বিপজ্জনক ভাবে সেলফি নিতে গিয়ে দুর্ঘটনার সংখ্যাও দিনের পর দিন বেড়েই চলেছে। দুর্ঘটনা যে কোনও সময় হতে পারে। তাই আজকাল অনেকেই দুর্ঘটনা বিমা করিয়ে রাখেন। কিন্তু তা সত্ত্বেও সেলফি তুলতে গিয়ে যদি কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সে ক্ষেত্রে কি ইন্সিয়োরেন্স ক্লেম পাওয়া যাবে? আসুন জেনে নেওয়া যাক...

আজকাল সামান্য কিছু টাকার বিনিময়েই আপনি লক্ষ লক্ষ টাকার বিমা পেয়ে যেতে পারেন। কিন্তু আপনার অবহেলা বা অসতর্কতার কারণে কোনও দুর্ঘটনা ঘটলে, বিমা সংস্থা ক্ষতিপূরণ দিতে নারাজ। আপনি যদি বিপজ্জনক কোনও কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে বিমা সংস্থাগুলি তার ক্ষতিপূরণ দেবে না।

যদি সেলফি নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকে, সে ক্ষেত্রে পুলিশের এফআইআর-এ তার উল্লেখ থাকতে পারে। বিমা সংস্থাগুলি পোস্টমর্টেম রিপোর্ট বা অটোপ্সি, ভিসেরার প্রতিবেদন এবং চূড়ান্ত পুলিশি তদন্ত রিপোর্ট বা অভিযোগ পত্র ভাল করে দেখে নেয়।

সেলফি নিতে গিয়ে গুরুতর আঘাত লাগলে মেডিক্লেম পেতেও নানা অসুবিধা হতে পারে। স্বতঃস্ফূর্ত ভাবে ঝুঁকি নেওয়ার ফলে যদি কেউ আহত হন, তা হলে এই ধরনের দুর্ঘটনায় চিকিত্সার খরচ না-ও দিতে পারে মেডিক্লেম সংস্থা।

স্বাস্থ্য বিমায় চিকিত্সা খাতে খরচের দাবির ক্ষেত্রে, প্রয়োজনীয় কাগজপত্র, যেমন ডাক্তারের কাছ থেকে চিঠি এবং ঘটনার বিবরণ অত্যন্ত জরুরি। কেন হাসপাতালে ভর্তি হতে হল, তার যথাযথ কারণ উল্লেখ করতে হয়। কোনও দুর্ঘটনা ঘটলে সে ক্ষেত্রে পুলিশের রিপোর্ট লাগতে পারে। মেডিক্লেম সংস্থার কাছ থেকে টাকা পেতে অনেক কাঠ-খড় পোড়াতে হতে পারে!

কোনও ভাবে যদি বিমা কোম্পানি জেনে যায় যে, সেলফি নিতে গিয়েই দুর্ঘটনা হয়েছে এবং গ্রাহক অসাবধান হওয়ার ফলে বা ইচ্ছাকৃত বাড়তি ঝুঁকি নেওয়ার ফলেই ওই মারাত্মক ঘটনাটি ঘটেছে, তা হলে সে বিষয়ে বিস্তারিত তথ্যানুসন্ধান শুরু করে দেবে তারা। বিমা সংস্থার অভিযোগ বা সন্দেহ সত্যি প্রমাণিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই মেডিক্লেম না-ও পাওয়া যেতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!