• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২০, ০৩:৪৯ পিএম
দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৮৮ জন।

রোববার (২৯ নভেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

এর একদিন আগে ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছিলো। আর নতুন করে আক্রান্ত হয়েছিলো ১ হাজার ৯০৮ জন। হিসেব অনুযায়ি, একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে ৭ জন এবং আক্রান্ত কমেছে ১২০ জন। 

আজ বিজ্ঞপিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৭৮৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ২৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৬০৯ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সোনালীনউজ/এমএইচ

Wordbridge School
Link copied!