• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের হার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২০, ০৪:১৬ পিএম
মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের হার

ফাইল ফটো

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩১ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনের।

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর একদিন আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় দেশে ৩০ জনের মৃত্যু হয়। আর ওইদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয় ১১৮১ জনের।

বিশ্ব করোনা

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ৬০ হাজার ১৪ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৮৮ হাজার ৭৩১ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৭০৬ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৩৮ হাজার ৫৪৪ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ২৪ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ১৫৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৫ লাখ ৬৩ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৬৮১ জনের।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!