• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উপহারের করোনার টিকা হস্তান্তর করলো ভারত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২১, ০২:২৪ পিএম
উপহারের করোনার টিকা হস্তান্তর করলো ভারত

ঢাকা: বিশেষ বিমানে করে ভারত থেকে দেশে এসে পৌঁছাছে উপহারের ২০ লাখ ডোজ করোনার টিকা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। নয়াদিল্লির উপহার সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজে এতে রয়েছে।

এরপর দুপুর দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে টিকা হস্তান্তর করেছে ভারত। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন। 

এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের দায়িত্বশীল অনেকে উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!