• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবার আগে করোনা ভ্যাকসিন নিতে চান অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২১, ০৫:৪৮ পিএম
সবার আগে করোনা ভ্যাকসিন নিতে চান অর্থমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে সবার আগে করোনা টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ আগ্রহের কথা জানান। অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমার লাগবে।’

সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!