• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

করোনায় বাড়লো মৃত্যু, কমেছে শনাক্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২১, ০৪:০০ পিএম
করোনায় বাড়লো মৃত্যু, কমেছে শনাক্ত

ফাইল ফটো

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১১ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। 

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ দেশে করোনা শনাক্তের ৩২৯তম দিন।

একদিন আগে শুক্রবার ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৭ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছিলো ৪৫৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৮৯ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৪ হাজার ৯৯৬জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২২ লাখ ১৬ হাজার ৫৮৪ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৮৭৭ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৪৩ লাখ ৪২ হাজারের বেশি।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!