• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত 


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২১, ০৩:৫১ পিএম
করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত 

ফাইল ফটো

ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জনে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

বুধবার (০৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৩৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

এর আগে মঙ্গলবার (০২ মার্চ) দেশে  ৫১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।

এদিকে, করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৬০ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১১ লাখ ১৩০ জন।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!