• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আক্রান্ত ১২ কোটি ৪১ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ৬৫ হাজার


আর্ন্তজাতিক ডেস্ক মার্চ ১৫, ২০২১, ১১:৩৪ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ৬৫ হাজার

ফাইল ফটো

ঢাকা: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৪1 লাখ ৩ হাজার ৮৮৬ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৬ লাখ ৬৫ হাজার ২২৬ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৯৫২ জন।

সোমবার (১৫ মার্চ) সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছিলো ১২ কোটি ৪২ হাজার ৮৭ জন এবং মৃত্যু হয়েছিলো ২৬ লাখ ৫৯ হাজার ১১৮ জনের। আর ওই সময় পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলো ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ১৩৯ জন।

করোনায় সোমবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮১ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ২৩৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২১ লাখ ৬৯ হাজার ২৩৭ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৭০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৭৮ হাজার ৩২৭ জনের। তবে ১ কোটি ৬৩ হাজার ৮০৮ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ১৫৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ৫ হাজার ৪৪৫ জন।

এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৯০ হাজার ৬০৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯২ হাজার ৯০ জন। এরই মধ্যে ৩৯ লাখ ৯৫ হাজার ৩০৯ জন সুস্থ হয়েছেন।

যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৫৮ হাজার ৪৩৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৫১৬ জন। আর সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ৯২৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!