• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশে করোনা

লকডাউন ঘোষণার দিন কমলো শনাক্ত, মৃত্যু ৫৮


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২১, ০৪:১৪ পিএম
লকডাউন ঘোষণার দিন কমলো শনাক্ত, মৃত্যু ৫৮

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন।এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৯ হাজার ২১৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।যা এযাবৎকালের সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৫৪৮ জনের।নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ।

এর আগে শুক্রবার দেশে আরও ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫০ জন।

এদিকে, করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!