• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশে করোনা

সকল রেকর্ড ছাড়াল মৃত্যু, কমেছে শনাক্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২১, ০৪:২৫ পিএম
সকল রেকর্ড ছাড়াল মৃত্যু, কমেছে শনাক্ত

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৪ জন।দেশের ইতিহাসে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৯ হাজার ৫২১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪ জন।বাংলাদেশে এটিই সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ২৬ জন নারী।পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি নমুনা।নমুনা পরীক্ষার অনুপাতে এদিন রোগী শনাক্তের হার ২০. ৬৫ শতাংশ।এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

এর আগে বুধবার দেশে ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬৩ জন।

এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ লাখ ১ হাজার ৩৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৭৮ লাখ ৫ হাজার ৬৭৮ জন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!