• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিনটি আসনের উপনির্বাচন পিছিয়েছে


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২১, ০৩:৩৩ পিএম
তিনটি আসনের উপনির্বাচন পিছিয়েছে

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির আশঙ্কায় ঢাকা, কুমিল্লা ও সিলেটের তিনটি আসনে উপনির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এই তিনটি আসনে ১৪ জুলাই ভোট না হয়ে হবে ২৮ জুলাই।তবে অনান্য কার্যক্রম তফসিল অনুযায়ী চলবে।

এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একইসঙ্গে দেশের ১৬৩টি ইউনিয়র পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে। বাগেরহাটে ৬৮, খুলনায় ৩৪, সাতক্ষীরায় ২১, নোয়াখালীতে ১৩, চট্টগ্রামে ১২ এবং কক্সবাজার জেলার ১৫টি ইউনিয়ন পরিষদ।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!