• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাঁচ বছর শেষ হলেই পদ ছাড়তে হবে পৌর মেয়রদের


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৪, ২০২১, ০১:৫৬ পিএম
পাঁচ বছর শেষ হলেই পদ ছাড়তে হবে পৌর মেয়রদের

ফাইল ছবি

ঢাকা : পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ হবার পরে দায়িত্ব পালন করতে পারবেন না পৌরসভার মেয়ররা। নির্বাচনের মেয়াদ পার হওয়ার পর সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি ছয় মাসের জন্য নিয়োগ পাবেন।

মন্ত্রিসভায় সোমবার (৪ অক্টোবর) বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাসহ বিভিন্ন জটিলতায় একজন পৌরসভার মেয়র দীর্ঘদিন ধরে স্বপদে বহাল থাকছেন। এমনকি একজন মেয়রের ১৫ বছর পর্যন্ত পদে থাকার নজির রয়েছে। এখন আর সে সুযোগ থাকবে না।

তিনি বলেন, এ ধরনের আইনের একটি ধারা সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। সেটা পৌরসভায় আনা হচ্ছে। পৌরসভার সচিবের নাম হবে প্রধান নির্বাহী কর্মকর্তা।

পাঁচ বছর মেয়াদ শেষ হলেই পৌরসভার মেয়রকে পদ ছাড়তে হবে। মেয়াদ পূর্ণ হলে একজন প্রশাসক বা সরকার মনোনীত কোনো ব্যক্তির অধীনে ছয় মাসের মধ্যে নির্বাচন শেষ করে নতুন মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

এ বিষয়ক আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!