• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন


বরগুনা প্রতিনিধি  ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৪০ পিএম
বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

বরগুনা: মহান বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ বলছে তদন্ত করে দেখা হচ্ছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কোন এক সময় বরগুনা গণকবরে শহীদ স্মৃতি বেদিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফাহাদ হাসান তামিম ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। 

শহীদ বেদিতে ফুল দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানান দেন ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তামিম। তিনি পোস্টে উল্লেখ করেন, 'মহান বিজয় দিবসে বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে রক্তঝরা ইতিহাসের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।'

এবিষয়ে বরগুনা জেলা পুলিশ বলছে, গতকাল রাত থেকে এখন পর্যন্ত পুলিশের একটি দল পৌর গণকবরে নিরাপত্তায় উপস্থিত রয়েছে। আমরা ছবিগুলো পর্যালোচনা ও তদন্ত করে নিশ্চিত বলা যাবে এটি আজকের ছবি নাকি পূর্বেকার ছবি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। 

এসআই

Wordbridge School
Link copied!