• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আয়কর মেলা এবারও হচ্ছে না


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২১, ০৪:৫০ পিএম
আয়কর মেলা এবারও হচ্ছে না

ছবি : সংগৃহীত

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডে-এনবিআর জানিয়েছে, এবারও আয়কর মেলা হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান ও আভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মু. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আবু হেনা মু. রহমাতুল মুনিম বলেন, মহামারীর কারণে সরাসরি কর মেলা করতে না পারলেও ১ থেকে ৩০ নভেম্বর পুরো মাসব্যাপী কর সংস্কৃতির বিকাশ, করদাতাদের সচেতনতা বৃদ্ধির জন্য কর সেবা প্রদান করা হবে।

তিনি বলেন, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। একইসঙ্গে রিটার্ন দাখিল করা করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে।

আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

গত বছর করোনাভাইরাস মহামারীর কারণে করমেলা হয়নি। ২০১০ সালে থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ৯ বছর মাসব্যাপী আয়কর মেলা আয়োজন করেছে এনবিআর।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!