• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ৩ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২১, ০৪:৫০ পিএম
সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ৩ ডিসেম্বর

ঢাকা: নবম বেতন কমিশন গঠন, অন্তবর্তী সময়ের জন্য ৫০% মহার্ঘভাতা, ১৯৭৩ সনে বঙ্গবন্ধুর ঘোষণা ১০ ধাপে বেতন স্কেল প্রবর্তন, টাইম স্কেল, সিলেকশন গ্রেডের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচি আসছে।

জাতীয় ভিত্তিক ১০টি সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ’-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর (শুক্রবার)।

এদিন সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে থেকে সাত দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্দ্যোগে বিগত ১৩ নভেম্বর, ১৭ নভেম্বর এবং ২৭ নভেম্বর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে জনাব মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সরকারি চাকরীজীবীদের সাত দফা দাবি নিন্মে দেওয়া হলো:

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!