• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিজয় উৎসবে আসছেন ভারতের রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২১, ০৮:৫৫ পিএম
বাংলাদেশের বিজয় উৎসবে আসছেন ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।ফাইল ছবি:

ঢাকা: বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বিজয় দিবস উদযাপন সংক্রান্ত এক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত জেনেছি একজন রাষ্ট্রপ্রধান আসবেন। বিদেশি মেহমান আরও কিছু আসার কথা।’

মন্ত্রী বলেন, ‘আমাদের বিজয় দিবসের ৫০ বছরের পূর্তি হতে যাচ্ছে। সেজন্য মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছে। তারা সবাই উন্মুখ হয়ে আছেন তারা সবাই অংশগ্রহণ করবেন। বাংলাদেশের যে যেখানে থাকেন তারা এই অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন, যাতে নিরাপত্তার অভাব অনুভব না করেন, সেজন্য আমরা মিটিং করেছি।’

অনুষ্ঠানগুলো ঘিরে ট্রাফিক ব্যবস্থা কী হবে, নিরাপত্তার জন্য কী কী চ্যালেঞ্জ হতে পারে- সবকিছু নিয়ে আলাপ করার কথা জানান মন্ত্রী। বলেন, ‘যার যা করণীয় সেগুলো আমরা ভাগ করে দিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘বিদেশি মেহমান যারাই আসবেন, তাদের নিরাপত্তা, তাদের আসা-যাওয়া, তাদের অবস্থান...বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার ও জাতীয় সংসদের সামনে মুজিব জন্মশতবর্ষের শেষ অনুষ্ঠান এবং বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সব মিলে আমরা যে অনুষ্ঠানগুলো করতে যাচ্ছি, এর সার্বিক নিরাপত্তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’

এসময় করোনা পরীক্ষা ছাড়া কেউই বিজয় দিবসের কোন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলেও জানান তিনি। বলেন, ‘কোভিড দেশে থেকে যায়নি সেটি মাথায় রেখেই কোভিড টেস্ট বাধ্যতামূলক। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই সেখানে আসবেন। আমরা অবশ্যেই নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করব। স্বাস্থ্যবিধি মেনে এখানে আসতে সবাইকে আহ্বান করছি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!