ঢাকা: বাংলাদেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার। এর মধ্যে ৯১.০৪ শতাংশ মুসলমান। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনগোষ্ঠীর ৯০.৩৯ শতাংশ মানুষ মুসলমান ছিল।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, দেশের সব বিভাগেই মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। সেই সাথে প্রায় সব বিভাগেই কমছে হিন্দু, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের জনগোষ্ঠীর সংখ্যা। বর্তমান শুমারিতে হিন্দু জনগোষ্ঠী মোট জনসংখ্যার ৭.৯৫ শতাংশ; ২০১১ সালে যা ছিল ৮.৫৪ শতাংশ।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য এসেছে।
জনশুমারির বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, মুসলিম জনগোষ্ঠীর অনুপাত সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। সেখানে মোট জনগোষ্ঠীর ৯৫ দশমিক ৫৪ শতাংশ মুসলমান। আর সবচেয়ে কম রয়েছে সিলেট বিভাগে, ৮৬ দশমিক ১৭ শতাংশ।
রাজশাহী বিভাগে মুসলিম জনগোষ্ঠী ৯৩ দশমিক ৬৭, ঢাকায় ৯৩ দশমিক ৩৫, বরিশালে ৯১ দশমিক ৫২, চট্টগ্রামে ৯০ দশমিক ১১, খুলনায় ৮৮ দশমিক ১৮ ও রংপুরে ৮৬ দশমিক ৪১ শতাংশ।
জেলার দিক থেকে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করছে জামালপুরে, ৯৮ দশমিক ৩৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে মেহেরপুর, সেখানে মুসলিম জনগোষ্ঠী ৯৭ দশমিক ৮৫ শতাংশ। এর পরই কুষ্টিয়া জেলায় বসবাস করছে ৯৭ দশমিক ২৩ শতাংশ মুসলিম।
তথ্য অনুযায়ী, দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিন্দুর বসবাস সিলেট বিভাগে, ১৩ দশমিক ৫০ শতাংশ। সবচেয়ে কম ময়মনসিংহে ৩ দশমিক ৯২ শতাংশ।
রংপুর বিভাগে ১২ দশমিক ৯৮, খুলনায় ১১ দশমিক ৫২, বরিশালে ৮ দশমিক ২৪, চট্টগ্রামে ৬ দশমিক ৬১, ঢাকায় ৬ দশমিক ২৫ এবং রাজশাহী বিভাগে ৫ দশমিক ৬৭ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী বসবাস করছে।
জেলার দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী সবচেয়ে বেশি রয়েছে গোপালগঞ্জে, ২৬ দশমিক ৯৪ শতাংশ। এর পরই আছে মৌলভীবাজার। সেখানে হিন্দু জনগোষ্ঠী ২৪ দশমিক ৪৪ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ জেলা হিসেবে ঠাকুরগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে ২২ দশমিক ১১ শতাংশ।
এছাড়া বিভাগের হিসাবে বৌদ্ধদের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, ২ দশমিক ৯২ শতাংশ। আর জেলার হিসাবে রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি ৫৭ দশমিক ২৫ শতাংশ বৌদ্ধ জনগোষ্ঠী বসবাস করছে। এরপর খাগড়াছড়িতে আছে ৩৫ দশমিক ৯২ ও বান্দরবানে ২৯ দশমিক ৫২ শতাংশ।
খ্রিষ্টান ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে ময়মনসিংহ বিভাগে বেশি, শতাংশের হিসাবে যা শূন্য দশমিক ৪৬।
জেলার হিসাবে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি রয়েছে বান্দরবানে, ৯ দশমিক ৭৮ শতাংশ। এরপর দিনাজপুরে ১ দশমিক ৩৯ ও রাঙ্গামাটিতে ১ দশমিক ৩২ শতাংশ খ্রিষ্টান ধর্মের অনুসারী মানুষ বসবাস করছে।
সোনালীনিউজ/আইএ







































