• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:৪৭ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে শাহবাগ এলাকায় শুরু হয়েছে প্রতিবাদ ও আন্দোলন। শহীদ হাদির জানাজা শেষে শিক্ষার্থী ও যুবকরা মিছিল নিয়ে শাহবাগে প্রবেশ করে।

শাহবাগে পৌঁছানোর পর ছাত্র-জনতা নানা ধরনের স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানেই প্রতিফলিত হচ্ছে ক্ষোভ, শোক ও বিচারের দাবি। “হাদি হত্যার বিচার চাই”, “আমরা সবাই হাদি হবো” এবং “হাদির রক্ত বৃথা যাবে না”-এই ধরনের স্লোগান দিয়ে তারা আন্দোলনকে প্রাণবন্ত করে তুলেছেন।

স্থানীয়রা জানান, শাহবাগের চারপাশে ব্যাপক পুলিশি তৎপরতা রয়েছে। তবে, ছাত্র-জনতার উত্তেজনা ও মিছিলের ঢেউ সামলাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় মিছিলের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও যুবকরা যুক্ত হয়েছেন। শহীদ হাদির হত্যার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশের পাশাপাশি, তারা দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ আন্দোলন কেবল রাজধানীর কেন্দ্রীয় এলাকায় সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ হাদির হত্যার বিচার দাবিতে পোস্ট, ভিডিও ও শোকগাঁথা ছড়িয়ে দিচ্ছেন।

জানাজা এবং শাহবাগে আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী প্রতিফলিত হচ্ছে শহীদ হাদির প্রতি জনমানুষের শ্রদ্ধা এবং হত্যার ন্যায় বিচার দাবি। শিক্ষার্থী ও যুব সমাজের অংশগ্রহণ এ আন্দোলনকে ব্যাপক ও প্রভাবশালী করেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!