• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুলিস্তানে বিস্ফোরণ

মিলল নিথর মেহেদীর মরদেহ, মৃত্যু বেড়ে ২২


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৩, ০১:২৭ পিএম
মিলল নিথর মেহেদীর মরদেহ, মৃত্যু বেড়ে ২২

ঢাকা : গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।

মেহেদীর হাসানের বেয়াই আব্দুল সাত্তার বাবুল মরদেহটি মেহেদী হাসান স্বপনের বলে নিশ্চিত করেন।

এর আগে, ওই ভবনের বেসমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারির নিখোঁজ ম্যানেজার মেহেদী হাসান স্বপনের সন্ধানে সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!