• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাশকতার শঙ্কায় ঢাকার প্রবেশমুখে তল্লাশি, বলছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৩, ০৩:৩৩ পিএম
নাশকতার শঙ্কায় ঢাকার প্রবেশমুখে তল্লাশি, বলছে পুলিশ

ঢাকা: এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ। বুধবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ কাচঁপুর চেকপোস্ট বসিয়ে তল্লাশী করতে দেখা গেছে সোনারগাঁ থানা পুলিশকে।

এছাড়া সাভারে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। এতে রাজধানী প্রবেশমুখী লেনে দেখা দেয় যানজট। অনেক যাত্রীবাহী পরিবহনকে রাজধানী প্রবেশে অনুমতি দেয়নি পুলিশ।

গাবতলী ও আমিনবাজারে তল্লাশির নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ আনা হয়েছে।

তবে পুলিশ বলছে, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে ঢাকায় নাশকতার আশঙ্কায় রাজধানীর প্রবেশমুখগুলোতে তল্লাশি করা হচ্ছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আজ ঢাকায় বড় দুটি দলের সমাবেশ রয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, নাশকতামূলক কার্যক্রম হতে পারে। এ কারণে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। এ আলোকে আমরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছি, তল্লাশি করছি। তবে ধীরগতি হলেও যান চলাচল সচল রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এ ব্যবস্থা।’

সরেজমিন দেখা গেছে, বুধবার সকাল থেকে বিভিন্ন সড়কে তল্লাশি শুরু করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ।

বিএনপি রাজধানীতে তাদের দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ করবে।

২৩ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়। একই শর্তে রাজধানীতে ডাকা শান্তি সমাবেশের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকেও অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে। নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে ও বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে না। তবে বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!