• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইনকিলাব মঞ্চের ২ দফা, ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১২ পিএম
ইনকিলাব মঞ্চের ২ দফা, ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ

ফাইল ছবি

শহীদ শরিফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করাসহ দুই দফা দাবি জানিয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে পদত্যাগ করতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিচারের জন্য সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে তা জাতির সামনে ব্যাখ্যা করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কেই পদত্যাগের দায় নিতে হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!