• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উত্তেজনা, হাইকমিশনারকে হুমকি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০১:০০ পিএম
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উত্তেজনা, হাইকমিশনারকে হুমকি

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের সামনে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের মূল ফটকে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটের সামনে এসে কিছু সময় অবস্থান করেন। এ সময় তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে স্লোগান দেন এবং উত্তেজনাকর বক্তব্য রাখেন।

প্রেস মিনিস্টার বলেন, “ওই ব্যক্তিরা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ চিৎকার করার পর তারা সেখান থেকে চলে যান।”

তিনি আরও জানান, ঘটনার সময় কোনো ধরনের শারীরিক হামলা হয়নি এবং হাইকমিশন ভবনে কোনো ভাঙচুর বা ছোড়াছুড়ির ঘটনাও ঘটেনি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. ফয়সাল মাহমুদ বলেন, “তারা বাংলা ও হিন্দি মিলিয়ে বলছিল—ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। এগুলো ছিল মূলত কথাবার্তা ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ।”

ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ডিফেন্স উইংয়ের কর্মকর্তারা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি করে এলাকা ত্যাগ করেছেন এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম

Wordbridge School
Link copied!