• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ইসি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ১২:২২ পিএম
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসে কমিশন।

ইসি জানায়, আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক বসেছেন সিইসি। এরপর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার।

সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এম

Wordbridge School
Link copied!