• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির প্রার্থি পরিবর্তনের ইঙ্গিত, সুখবর পেতে যাচ্ছেন যারা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:০৬ পিএম
বিএনপির প্রার্থি পরিবর্তনের ইঙ্গিত, সুখবর পেতে যাচ্ছেন যারা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি তিন দিনের কর্মশালা আয়োজন করেছে। দলীয় সূত্র জানায়, যেসব আসনের প্রার্থী কর্মশালায় ডাকা হয়েছে, তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত। বিপরীতভাবে যাদের ডাকা হয়নি, তাদের আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এতে কয়েকটি আসনে চমকপ্রদ রদবদলের আভাস মিলেছে।

কর্মশালায় ডাকা হয়নি এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, চট্টগ্রাম-৬ এর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও যশোর-৬ এর কাজী রওনকুল ইসলাম। অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনের জন্য কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে।

বাকি ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসনে যথাক্রমে শাহাদাত হোসেন সেলিম ও আশরাফ উদ্দিন নিজানকে ডাকা হয়েছে। বাকি ফাঁকা আসনগুলো দলের মিত্রদের জন্য রাখা হয়েছে, যা কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে।

বাগেরহাট জেলার চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-১ এ কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ এ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ এ ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ এ সোমনাথ দে। এই চারজন প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন এবং তাদের প্রার্থিতা মোটামুটি নিশ্চিত।

কর্মশালায় প্রার্থীদের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি, ভোটার তালিকা ব্যবস্থাপনা, কেন্দ্রভিত্তিক এজেন্ট প্রশিক্ষণ ও ডিজিটাল প্রচারণা নিয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি আসনে প্রার্থীরা একজন ইলেকশন এজেন্ট, একজন পোলিং এজেন্ট এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তথ্য জমা দেবেন।

লক্ষ্মীপুরের চারটি আসনে ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থীরা। লক্ষ্মীপুর-২ এ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ এ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-১ এ শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ এ আশরাফ উদ্দিন নিজান। এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়ে আসনটি ধানের শীষের জন্য চূড়ান্ত করেন। লক্ষ্মীপুর-৪ আসনটি মিত্র দলের জন্য ফাঁকা রাখা হলেও বিএনপির কেন্দ্রীয় নির্দেশে আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

এ কর্মশালার মাধ্যমে বিএনপি ভোটারদের কাছে ভোটের আগে প্রকৃত তথ্য পৌঁছে দিতে এবং নির্বাচনি প্রচারণা আরও সুসংগঠিত করতে প্রস্তুতি নিচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!