• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০
স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের কাজের গতি কমার কারণেই আইনশৃঙ্খলার অবনতি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২৫, ০১:৪২ পিএম
পুলিশের কাজের গতি কমার কারণেই আইনশৃঙ্খলার অবনতি

ঢাকা : বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

রোববার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর যেসব আসামি পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৭০০ পলাতক আছে। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে আছে তাদের আবারও ধরা হবে। এখন থেকে '09612021690' নাম্বারে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। সাক্ষাতের সিডিউল পাবেন।

জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে এই জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এমটিআই

Wordbridge School
Link copied!