• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
যাত্রী চাপ বাড়লেও নেই ভোগান্তি 

আজ ঢাকা ছাড়বে ৬৯টি ট্রেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৫, ১২:৪৫ পিএম
আজ ঢাকা ছাড়বে ৬৯টি ট্রেন

ফাইল ছবি

ঢাকা: ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার তৃতীয় দিন আজ বুধবার (২৬ মার্চ)। গত দুই দিনের তুলনায় আজ ট্রেন যাত্রীদের সংখ্যা কিছুটা বেশি হলেও, স্টেশনে কোনো ধরনের ভোগান্তি দেখা যায়নি। বিশেষত, ঢাকা থেকে আজ একটি নতুন কমিউটার ট্রেনও যুক্ত হয়েছে, যার ফলে আজ মোট ৬৯টি ট্রেন ঢাকা ছাড়বে।

আজ বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এ তথ্য জানান। 

শাহাদাত হোসেন জানান, ‘ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছাড়বে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন থাকবে।’

তিনি আরও বলেন, ‘আজ তিতাস কমিউটার ট্রেনটি ৪৫ মিনিট দেরিতে ছাড়তে হয়েছে, কারণ ট্রেনটি স্টেশনে পৌঁছাতে দেরি করেছিলো।’

শাহাদাত হোসেন আরও জানান, ‘ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীদের সেবায় আমাদের সব প্রস্তুতি প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত টিকিট ভেরিফিকেশন চলছে।’

এসআই

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!