• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের তাপপ্রবাহের আভাস


নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৫, ০১:৩৬ পিএম
ফের তাপপ্রবাহের আভাস

ফাইল ছবি

ঢাকা: দেশে ফের তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সর্বশেষ তাপপ্রবাহ ছিল গত ২৭ এপ্রিল। এরপর থেকে টানা বৃষ্টিপাতে গরম অনেকটা কমেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর এটি ধীরে ধীরে অন্যান্য অঞ্চলে ছড়াতে পারে। এসময় বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার (৬ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়াও আজ রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এসআই

Wordbridge School
Link copied!