• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ঘেরাও


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৫, ১২:০৪ পিএম
ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ঘেরাও

ঢাকা: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোড়ালো দাবি জানান মানববন্ধনকারীরা।

বুধবার (১৪ মে) সকাল ৮টার পর থেকে নগরভবনে মুল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। পরে সমাবেশটি হাজারো মানুষে রূপ নেয়। বেলা ১০টার দিকে মূল ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফলে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করেন এবং ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।

২৭ এপ্রিল রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনি ট্রাইব্যুনালে জয়ী হয়ে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও এখনও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি।

নির্বাচনি আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল। সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।

এসআই

Wordbridge School
Link copied!